ধোয়া – IMRAN
কি করে বলি
কতটা ভালোবাসি আমি তোমাকে
এই দিনগুলি
কি করে থাকি বলো একা এমন ভাবে ?
এই মুহূর্ত কাটে না
নিশ্বাস তুমি-হীনা
পেতে চায় তোমারি ছোঁয়া..
ধোয়া.. এই শহরে
যাই হারিয়ে, এই প্রহরে
খুঁজি তোমাকে (x২)
পথে হলো দেখা
সে পথেই কেনো একা
আমি দু-হাতে ধরি শূন্যতা
তুমি শুধু পারো
যদি ছুঁয়ে দাও আবার-ও
তাতে পাবে যে সব পূর্ণতা
মন ক্লান্ত এই সময়
অশান্ত অজানায়
পেতে চায় তোমারি ছোঁয়া..
ধোয়া এই শহরে
যাই হারিয়ে এই প্রহরে
খুঁজি তোমাকে (x২)
রাতই যদি হবে
তবে আলো কে ছড়াবে ?
আমি দু-চোখে নিয়ে অন্ধকার
তুমি শুধু পারো
যদি ছুঁয়ে দাও আবার-ও
তাতে আলোকিত হবে আবার
মন ভ্রান্ত বেদনায়
অচেনা ঠিকানায়
পেতে চায় তোমারি ছোঁয়া
ধোয়া.. এই শহরে
যাই হারিয়ে, এই প্রহরে
খুঁজি তোমাকে (x২)