দে দে পাল তুলে দে লিরিক্স – Tayeb Raj
এই গানটি, “পাল তুলে দে” তায়েব রাজের একটি সুন্দর লোকসংগীত রচনা, যা বাউলা বাতাস অ্যালবামে অন্তর্ভুক্ত। সুমন কল্যাণের সুরারোপিত এই গানটিতে ঐতিহ্যবাহী সুরের ছোঁয়া রয়েছে। আবু তৌহিদ হেরনের পরিচালনায় এবং ক্রিয়েটিভ টাচ মাল্টিমিডিয়ার প্রযোজনায় এই গানটি তৈরি হয়েছে। লেজার ভিশন লেবেলের অধীনে প্রকাশিত এই গানটি হৃদয়গ্রাহী গীতিকবিতা এবং মর্মস্পর্শী সুরের এক নিখুঁত মিশ্রণ। কাওসার রাজিবের সিনেমাটোগ্রাফি এবং এরকে মানিকের সম্পাদনা গানটির দৃশ্য ও শ্রবণযোগ্য আবেদনকে আরও বৃদ্ধি করেছে।
Song Name: Pal Tule De
Singer: Tayeb Raj
Lyrics & Tune: Collected
Album: Baula Batash
Music Composition: Suman Kalyan
Director: Abu Tauhid Heron
Cinematography: Kawsar Razib
Edit: Erke Manik
Genre: Folk
Production: Creative Touch Multimedia
Label: Laser Vision
Pal Tule De Song Lyrics by Tayeb Raj :
দে দে পাল তুলে দে
মাঝি হেলা করিস না
দে দে পাল তুলে দে
মাঝি হেলা করিস না
ছেড়ে দে নৌকা
আমি যাবো মদিনা
তুই ছেড়ে দে নৌকা
আমি যাবো মদিনা
দে দে পাল তুলে দে
মাঝি হেলা করিস না
দে দে পাল তুলে দে
মাঝি হেলা করিস না
ছেড়ে দে নৌকা
আমি যাবো মদিনা
তুই ছেড়ে দে নৌকা
আমি যাবো মদিনা
দুনিয়ায় নবী এলো
মা আমিনার ঘরে
হাসিলে হাজার মানিক
কাঁদিলে মুক্তা ঝড়ে
দুনিয়ায় নবী এলো
মা আমিনার ঘরে
হাসিলে হাজার মানিক
কাঁদিলে মুক্তা ঝড়ে
ও দয়াল মুর্শিদ যার সখা
তার কিসের ভাবনা
ও দয়াল মুর্শিদ যার সখা
তার কিসের ভাবনা
আমার হৃদয় মাঝে কাবা
নয়নে মদিনা
আমার হৃদয় মাঝে কাবা
নয়নে মদিনা
ও নূরের রৌশনীতে
দুনিয়া গেছে ভরে
সে নূরের বাতি জ্বলে
মদিনার ঘরে ঘরে
ও নূরের রৌশনীতে
দুনিয়া গেছে ভরে
সে নূরের বাতি জ্বলে
মদিনার ঘরে ঘরে
দয়াল মুর্শিদ যার সখা
তার কিসের ভাবনা
দয়াল মুর্শিদ যার সখা
তার কিসের ভাবনা
আমার হৃদয় মাঝে কাবা
নয়নে মদিনা
আমার হৃদয় মাঝে কাবা
নয়নে মদিনা
দে দে পাল তুলে দে
মাঝি হেলা করিস না
দে দে পাল তুলে দে
মাঝি হেলা করিস না
ছেড়ে দে নৌকা
আমি যাবো মদিনা
তুই ছেড়ে দে নৌকা
আমি যাবো মদিনা
দে দে পাল তুলে দে
মাঝি হেলা করিস না
দে দে পাল তুলে দে
মাঝি হেলা করিস না
ছেড়ে দে নৌকা
আমি যাবো মদিনা।