দেখছি চেয়ে চেয়ে তোমাকে যত

দেখছি চেয়ে চেয়ে তোমাকে যত
স্বপ্নে ধীরে ধীরে ডুবেছি তত [x২]
তোমারি ভাবনায়, যায় দিন রাত যায়
আমার এই কবি মন তোমাকে চায় কবিতায়..
এসো না হৃদয়ে দেখেছি তোমায়
দেখ নো তোমাকে রেখেছি কথায় [x২]

এই চোখে, ওই চোখে, বোবা ভাষা
তাই বুঝি, আজ খুঁজি, ভালোবাসা.. [x২]
কত-কত কী ভাবি
কত মনেরি দাবি
আমি থেকেছি আশায় আশায়..

এসো না হৃদয়ে দেখেছি তোমায়
দেখ নো তোমাকে রেখেছি কথায় [x২]

দেখছি চেয়ে চেয়ে তোমাকে যত
স্বপ্নে ধীরে ধীরে ডুবেছি তত

Share this

Releted Bangla Gaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *