তোমার রন্ধ্রে রন্ধ্রে পাপ
তোমার রন্ধ্রে রন্ধ্রে পাপ
ঢুকে গেছে বিষের মতো
তোমার রন্ধ্রে রন্ধ্রে পাপ
ঢুকে গেছে সাপের মতো
তোমার আকাশ ভরা ধোঁয়া
তুমি পালাবে আর কতো ? (x2)
ব্রম্ভানন্দের মন্ত্র মানো না..আ..
ব্রম্ভানন্দের মন্ত্র মানো না
দেবানন্দের চিত্র দেখো না
গেলাসে, পাত্রে, টেবিলে, বোতলে
নেশা মাখছো প্রত্যেক আঙুলে
গা গা মা মা ধা ধা মা মা …
নি … মিএয়াও
তোমার রন্ধ্রে রন্ধ্রে পাপ
ঢুকে গেছে বিষের মতো
তোমার রন্ধ্রে রন্ধ্রে পাপ
ঢুকে গেছে সাপের মতো
তোমার আকাশ ভরা ধোঁয়া
তুমি পালাবে আর কতো ?
বান্ধবীদের মন তো জানো না
চন্দ্রবিন্দুর গান–ও শোনো না
মেডিকাল বিলে করছো জালি
বাবার মুখে লেপছো কালি
গা গা মা মা ধা ধা মা মা …
নি … মিএয়াও
তোমার রন্ধ্রে রন্ধ্রে পাপ
ঢুকে গেছে বিষের মতো
তোমার রন্ধ্রে রন্ধ্রে পাপ
ঢুকে গেছে সাপের মতো
তোমার আকাশ ভরা ধোঁয়া
তুমি পালাবে আর কতো ?