তোমার আলো – Tahsan Khan & Kona
আলোতে আঁধারে
তোমাকে চেয়েছি
পুরো দু-হাতে পেয়েছি
প্রেমেরি বাতাসে
বিভোর দু-জনা
প্রিয় ঠিকানা ছুঁয়েছি
শুধু ভালোবাসা দিয়ে
স্বপ্ন মায়া নিয়ে
তোমায় দেবো রাঙিয়ে
ছোট বড় সুখে
মাথা রাখো বুকে
হৃদয়ের সিন্ধুকে
তোমার.. আলো আর জ্বালো
হরক.. মেঘের কালো
তোমায়.. বলি
ও প্রেম পিয়াসী
ভাষি অনেক ভালো..
হুঁ.. বেঁধেছি এ মনে
প্রণয়েরি খোঁজে
ভালোবাসার স্বপ্নবারি
থাকোনা এ সময়
এ হাওয়ায় সুর হয়ে
স্বর্গ সুখের গল্প করি
ভালোবাসা দিয়ে
স্বপ্ন মায়া নিয়ে
তোমায় দেবো রাঙিয়ে
ছোট বড় সুখে
মাথা রাখো বুকে
হৃদয়ের সিন্ধুকে..
তোমার.. আলো আর জ্বালো
হারক.. মেঘের কালো
তোমায়.. বলি
ও প্রেম পিয়াসী
ভাষি অনেক ভালো..
আলোতে আঁধারে
তোমাকে চেয়েছি
পুরো দু-হাতে পেয়েছি
প্রেমেরি বাতাসে
বিভোর দু-জনা
প্রিয় ঠিকানা ছুঁয়েছি
শুধু ভালোবাসা দিয়ে
স্বপ্ন মায়া নিয়ে
তোমায় দেবো রাঙিয়ে
ছোট বড় সুখে
মাথা রাখো বুকে
হৃদয়ের সিন্ধুকে..
তোমার.. আলো আর জ্বালো
হারক.. মেঘের কালো
তোমায়.. বলি
ও প্রেম পিয়াসী
ভাষি অনেক ভালো.. (x২)