তোমাকে ফিরিয়ে দিয়ে নিজেকেও ফেরালাম
তোমাকে ফিরিয়ে দিয়ে নিজেকেও ফেরালাম
পড়ে থাক একলা হাওয়ায় দুটো মন, দুটো ডাক নাম
নাম যে থাকে না কোনো ফিরতি পথের,
নইলে চিঠি পাঠাতাম
তোমাকে ফিরিয়ে দিয়ে নিজেকেও ফেরালাম
তোমাকে ফিরিয়ে দিয়ে নিজেকেও ফেরালাম
যত দূর রাস্তা গেছে, ততদূর বেথাদের আরাম
নাম যে থাকে না কোনো ফিরতি পথের,
নইলে চিঠি পাঠাতাম
তোমাকে ফিরিয়ে দিয়ে নিজেকেও ফেরালাম
একা একা ফিরে যেতে পারি যদি থাকে কোনো পিছুটান
দূরে মন কেমন সারি সারি, কাছে থাক একটা গান
একটা গল্প থাকুক তোমার আমার,
একটা গল্প ভুলে যেতে হয়
আঁচলের রঙে একলা জামা, গুছানো এই সময়
তোমাকে ফিরিয়ে দিয়ে নিজেকেও ফেরালাম
পড়ে থাক একলা হাওয়ায় দুটো মন, দুটো ডাক নাম।