তুমি চোখ মেলে তাকালে
তুমি চোখ মেলে তাকালে
পৃথিবীর ঘুম ভেঙে যায়
তুমি হাত দুটি বাড়ালে
সূর্য তা আলো ছড়ায় [x২]
তুমি আমার কাছে এলে
কি যেনো কি হয়ে যায়
ভালোবাসা আর অনুভবে
মনটা আমার হারায়….ও..
ও.. তুলেছো এ হৃদয়ে
কি যে অনুভব
আছে এক স্বপনে
ভাসি সারাক্ষণ [x২]
ডুবেছিলাম দূর আঁধারে
নিয়ে এলো যে আলোতে
এতো সুখ এ জীবনে
ছিলোনা তো জানা…ও..
ও জড়ালে কি মায়াতে
অবুঝ ভাবনায়
ভুলতে যে পারি না
মনে পড়ে হায় [x২]
ডুবেছিলাম দূর আঁধারে
নিয়ে এলো যে আলোতে
এতো সুখ এ জীবনে
ছিলোনা তো জানা…ও..