তুমি আমার বসুন্ধরা – Hridoy Khan & Porshi
কেনো ভাবো ছেড়ে যাবো তোমায়
ছেড়ে গেলে তোমায় পাব কোথায়
তোমাকে নিয়ে জীবন আর
জীবন তো হয় না দু-বার
তুমি আমার বসুন্ধরা
তুমি আমার বাঁচা মরা
তুমি আমার রঙিন আশা
তুমি আমার ভালোবাসা
হো.. তুমি আমার মন আকাশে
আছো পাশে
সে আলোতে নিভে গেলে কি হবে
শুধু দীপ জ্বেলে
তোমাকে নিয়ে জীবন আর
জীবন তো হয় না দু-বার
তুমি আমার বসুন্ধরা
তুমি আমার বাঁচা মরা
তুমি আমার রঙিন আশা
তুমি আমার ভালোবাসা
নদী হারায় মোহনাতে
খুঁজি তোমার দিন রাতে
এই পৃথিবী ধষে গেলে
তবুও আমায় পাশে পাবে
তোমাকে নিয়ে জীবন আর
জীবন তো হয় না দুবার
তুমি আমার বসুন্ধরা
তুমি আমার বাঁচা মরা
তুমি আমার রঙিন আশা
তুমি আমার ভালোবাসা [x৩]