তুমিময় কত স্রোত ভেঙেছি
সেই চেনা পথ ধরে আগের মতো
তোমাকে চাই আরো একবার..
ভালোলাগা সময়গুলো এখনও
লেগে আছে দু-হাতে আমার
ভাবনার আকাশ জুড়ে
তোমায় পাওয়া পুরোটা সময়
যতটা পেয়েছি তার চেয়েও বেশি
গভীরে হৃদয়ে আমার
সব তুমি ময় ..
কত স্রোত ভেঙেছি
বসতে ভালো তোমাকে
আবারও সেই তোমাতে খুঁজেছি আশ্রয় [x২]”