তুই চলে যাবি – Imran
তুই চলে যাবি..
বিরহে ভাসাবি..
এতে বুঝি তোর বেশি সুখ
আমি ভেবে সারা..
পাগল পারা..
সারাবে কে আমার অসুখ?
তারা রা-রি-রা রা..
ভালোবাসা কি.. শুধু ভাষায়
ভালোবাসা কি.. ভীষণ ভাবায় (২ বার)
তোকে ছাড়া যদি কাটাতে হয়
বাকিটা জীবন..
আমিও কি আর থাকবো এই
পৃথিবীতে তখন.. (২ বার)
তারা রা-রি-রা রা..
ভালোবাসা নয় কথার কথা
ভালোবাসা মানে নির্ভরতা (২ বার)
তোকে ছাড়া আমি থাকবো না
পৃথিবী বা অন্য কোথাও
বিধাতার কাছে জানিয়ে দেবো
আমার এই দাবিটা (২ বার)
তারা রা-রি-রা রা..