তুই আমার মন ভালো রে
তুই আমার মন ভালো রে
আমি তোর মন খারাপ
তুই আমার আনন্দ রে
আমি তোর অনুতাপ (x2)
তুই আমার দিন কে করা রাত আর
রাত কে করা দিন
আমি তোর মন বিষাদের কারণ হাজার
করুণ ভায়োলিন (x2)
তুই আমার মন ভালো রে
আমি তোর মন খারাপ
তুই আমার জীবন জুড়ে
বয়ে যাওয়া সুখের ধারাপাত
আমি তোর চমকে দেওয়া
দুর্ঘটনার খবর অকসাদ (x2)
তুই আমার মন ভালো রে
আমি তোর মন খারাপ
তুই আমার আনন্দ রে
আমি তোর অনুতাপ
তুই আমার সূর্য ভরে
আলোয় ভাসার অধিকার
আমি তোর রাতের কালোয়
ডুবে থাকা অন্ধকার (x2)
তুই আমার মন ভালো রে
আমি তোর মন খারাপ
তুই আমার আনন্দ রে
আমি তোর অনুতাপ
তুই আমার হাজার দাবি
পূরণ করার অহংকার
আমি তোকে কষ্টে রাখা
ভালোবাসার অনাচার (x2)
তুই আমার মন ভালো রে
আমি তোর মন খারাপ
তুই আমার আনন্দ রে
আমি তোর অনুতাপ
তুই আমার দিন কে করা রাত আর
রাত কে করা দিন
আমি তোর মন বিষাদের কারণ হাজার
করুণ ভায়োলিন
তুই আমার মন ভালো রে
আমি তোর মন খারাপ
তুই আমার আনন্দ রে
আমি তোর অনুতাপ