ডার্লিং বুকে আজ বার্নিং
ডার্লিং বুকে আজ বার্নিং
আয় না কাছে প্লিজ তুই শোন
রাতভর কাছে তোর থাকবো
চাই না তোকে ছাড়া মন..
মস্তি আজই বুকে
রাঙাবো টুকটুকে
দিশনা ফাঁকি অকারণ..
আরে তুই ছাড়া বুঝি না
আর কিছু চিনি না
থাকবো তোর সাথে জীবনভর (x2)
না না না বাবা দেবো না
তোর ফাঁদে পা
দেবো না আমি ধরা..
হেই শুন-শানী দিলে তোর
দুষ্টুমি মন
চাই না আজ তোকে ছাড়া..
মস্তি আজই বুকে
রাঙাবো টুকটুকে
দিশনা ফাঁকি অকারণ..
আরে তুই ছাড়া বুঝিনা
আর কিছু চিনিনা
থাকবো তোর সাথে জীবনভর (x2)
হাই মাঝরাতে যায় ভেঙে
দু-চোখের ঘুম
মন আজকে দিশেহারা..
হাই বুঝেও কেনো আজকে
মন বোঝে না
দে তুই আমাকে ধরা..
মস্তি আজই বুকে
রাঙাবো টুকটুকে
দিশনা ফাঁকি অকারণ..
আরে তুই ছাড়া বুঝিনা
আর কিছু চিনিনা
থাকবো তোর সাথে জীবনভর (x2)
ডার্লিং বুকে আজ বার্নিং
আয় না কাছে প্লিজ তুই শোন
রাতভর কাছে তোর থাকবো
চাই না তোকে ছাড়া মন..
মস্তি আজই বুকে
রাঙাবো টুকটুকে
দিশনা ফাঁকি অকারণ..
আরে তুই ছাড়া বুঝি না
আর কিছু চিনি না
থাকবো তোর সাথে জীবনভর (x2)