ঠিক যেনো LOVE STORY Title Song
গল্পের গায়ে দানা জোড়া লাগে যায় আরো
শুধু প্রেম পরে আসে
বয়সের নাম সেটো প্রেমেরি গোলাম
যদি ভালো তালো কেউ বসে
কি যে ঠিক ভুল ভেবে
ভেবে মশগুল মন
বুঝে ওঠা দায় তখন
শুধু ছুঁতে ছুঁতে যায় খালি
নিজেকে সাজায় দেখো
গোবেচেরা পাগলা মন
ঠিক ঠিক ঠিক ঠিক
(ঠিক ঠিক ঠিক ঠিক)
ঠিক যেনো LOVE STORY
ঠিক ঠিক ঠিক ঠিক
(ঠিক ঠিক ঠিক ঠিক)
ঠিক যেনো LOVE STORY(+২)
গল্পের কোনো কিছু
কাটা ঘায়ে নুন হলে
অভিমানে গাল ভারি
সে বারান্দায় মন
জ্বলে জ্বলে যায় ঘরে
পড়ে থাকে আলমারি
ইচ্ছের দেশ ঘুরে ঘুরে
একি শেষ জানি
রাগ করে চাইছে কি?
(রাগ করে চাইছো কি?)
যদি এরকমি হয় যেনো
এসেছে সময়
কিছু হবে না হিসেব মাফিক
ঠিক ঠিক ঠিক ঠিক
(ঠিক ঠিক ঠিক ঠিক)
ঠিক যেনো LOVE STORY
বসে আছি.. তোমার পথে চেয়ে…
ভালোবাসি.. হাজার উজান চেয়ে…
কাছে আছি.. যেমন আছে ঘুম…
ভালোবাসা.. হাজার প্রমাণ পেয়ে…
ঠিক ঠিক ঠিক ঠিক
(ঠিক ঠিক ঠিক ঠিক)
ঠিক যেনো LOVE STORY