ট্রামে বাসে ঝুলে থাকা ওই মুখ নিমিষে বন্ধু ছায়ে দিলে চুমুক
ট্রামে বাসে ঝুলে থাকা ওই মুখ
নিমিষে বন্ধু ছায়ে দিলে চুমুক
গিটার সেতারে বাঁধা কবিতারা
আলো আঁধারিতে ঢাকা রেস্তোরা
এই কলকাতায়…
এই কলকাতায়…
প্রেমে পা জড়িয়ে গেলে বইপাড়া
কানে হেডফোন গোঁজা
ঝালমুড়ি খেতে খেতে খুব তারা
আবার তোমাকে খোঁজা
গুটি গুলো পাল্টায় চোখ এ কি
হাসি গুলো সেলফিতে ধরে রাখি (x2)
এই কলকাতায়…
এই কলকাতায়..
এই কলকাতায়…