টাটকা প্রিয়া মেরি
ওলি গোলি কেশ তা বলি কেশতকলির কানাই রে
কবে তুই করবি বিয়ে ফিক্স করেছি সানাই রে
ওলি গোলি কেশ তা বলি কেশতকলির কানাই রে
কবে তুই করবি বিয়ে ফিক্স করেছি সানাই রে
এবারে করছি প্রমিস মারবো না আর ঝড়ি রে
তোকে নিয়ে উল্টোডাঙায় যাবো নিজের বাড়ি রে
তুই আমার টাটকা প্রিয়া মেরি রে..
ও লেবু চায়ে টাটকা প্রিয়া মেরি রে..
তুই আমার টাটকা প্রিয়া মেরি রে..
ও লেবু চায়ে টাটকা প্রিয়া মেরি রে..
এনা মিনা রিনা টিনা যতই আসুক না
মা কালী তোর কাছে কেউ পাত্তা পাবে না
পাশের বাড়ির হিংসুটেরা যতই দেখুক না
ঝুলিয়ে দেবো লঙ্কা লেবু নজর দেবে না
বাই গড করছি প্রমিস করবো বাড়ি গাড়ি রে
তোকে নিয়ে হানিমুনে দেবো বিদেশ পাড়ি রে
তুই আমার টাটকা প্রিয়া মেরি রে..
ও লেবু চায়ে টাটকা প্রিয়া মেরি রে..
তুই আমার টাটকা প্রিয়া মেরি রে..
ও লেবু চায়ে টাটকা প্রিয়া মেরি রে..
আশে পাশে ট্রামে বসে হোচ্ছিলো দিন পার
সেকালি তুই কেমন করে করবি বাজিমাত
দুরু দুরু দুরু দুরু করছে এবার বুক
লিখে দিলাম লাভ ইউ সোনা চেক করো ফেসবুক
ভগবান করছি প্রমিস রাখবো নজরদারি রে
জানি তুই মিষ্টি হলেও একটু অহংকারী রে
তুই আমার টাটকা প্রিয়া মেরি রে..
ও লেবু চায়ে টাটকা প্রিয়া মেরি রে..
তুই আমার টাটকা প্রিয়া মেরি রে..
ও লেবু চায়ে টাটকা প্রিয়া মেরি রে..
তুই আমার টাটকা প্রিয়া মেরি রে..
ও লেবু চায়ে টাটকা প্রিয়া মেরি রে..
তুই আমার টাটকা প্রিয়া মেরি রে..
ও লেবু চায়ে টাটকা প্রিয়া মেরি রে..
আরও পড়ুনঃ সুন্দরী কমলা নাচে