জানেমান মুভি টাইটেল গান
কে যেন হাত ধরে, স্বপ্নে চুপি শাড়ে
ছুঁয়েছে এমন জানলা…
কি নামে ডাকবো যে, দুচোখে রঙ খোঁজে
বিপদে পড়েছি কে সামলায়…
হঠাৎ এ পাগলামি, উড়েছি মেঘে আমি
এসেছে সুনামির ঝড়….
ওহ ওহ ওহ জানি জা জানেমান
ওহ ওহ ওহ তোমাকে দিয়েছি মন ও ও ও
জানি জা জানেমান তুই…[+২]
বেহিসাবের পাতা, জমানো তোর কথা
হাজার ভয়-তুলতা জ্বলনে…
এসেছি সব ছেড়ে, কে যেন ডাক-ছেড়ে
চল না যাই চল স্বপ্নে…
এই গুলু পাগলামি, প্রেমে পাগল আমি
এসেছে সুনামির ঝড়….
ওহ ওহ ওহ জানি জা জানেমান
ওহ ওহ ওহ তোমাকে দিয়েছি মন ও ও ও
জানি জা জানেমান তুই…[+২]
পড়েছি দো-তানায়, কে আসে কে পালায়
মুঠোতে তোর যত ব্যথা…
ওড়াব চোখে নাকে, যে রাতে জোনাকি
আলো ছড়ে ডাকে আয়না…
এই সব পাগলামি, পাগল হয়ে আমি
এসেছে সুনামির ঝড়….
ওহ ওহ ওহ জানি জা জানেমান
ওহ ওহ ওহ তোমাকে দিয়েছি মন ও ও ও
জানি জা জানেমান তুই…[+২]