জানলার বাইরের মানুষটা আসলে কে
জানলার বাইরের মানুষটা আসলে কে….
আশার, প্রদীপ, আগুন আড়াল থেকে….
জোরের হদিস শরীর না মন
কোথায়….
ইতিহাস সাঁই কলম
রাতের খাতায়….
ফোর্স দিন বদলের দিন আনে
ফোর্স সাহস মনের কোণে
কিছু-জন ঘরের ভিতর আর একটা লোক..
চোখে খেলে মায়া হাতে পালক..
হাতাই সে মন চোরাই সে পথ হাতে..
দেখে সে রুজ নতুন সূর্যাটা কে….
ফোর্স মনের থেকে মনে..
ফোর্স নাম-তো এক হওয়ার….
ভোরের দাবিতে লাল পুবে আকাশ..
বলে-ফেলে কানে পাবি যা চাষ..
দেওয়ালে পিঠ সে লোক ঘুরে দরায়..
বুঝে জোরের হদিস যে শরীরদায়….
ফোর্স দুর্বল কঠিন জুটি…
ফোর্স মনের থেকে মনে..
ফোর্স তয়রি সংগোপনে..
ফোর্স আলেয়ার হাত ছোঁয়া..
ফোর্স দুরন্ত এক হওয়া..হা..