ছেলেটির নাম মেঘ

ছেলেটির নাম মেঘ
উরুক উরুক দানা তে রোদ্দুর
মেয়েটির নাম বৃষ্টি
ঝিরি ঝিরি হাসিতে ভোরপুর [x২]

সে ছেলে ডাকে মেঘো মল্লারে
সে মেয়ে হাসে, বসন্ত বাহারে [x২]

সারা দেয় তার কত্থক নাপুর
সারা দেয় তার কত্থক নাপুর
ছেলেটির নাম মেঘ
উরুক উরুক দানা তে রোদ্দুর
মেয়েটির নাম বৃষ্টি
ঝিরি ঝিরি হাসিতে ভোরপুর

সে ছেলে ডাকে মাদোলের-স্বরে
সে মেয়ে হাসে, বৃষ্টি সেতারে [x২]
ঝাঁঝা দেয় তার কাকনের সুর [x২]
ছেলেটির নাম মেঘ….

Share this

Releted Bangla Gaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *