চশমা মুছি শামলে আর হাতি বৃষ্টি থামলে
চশমা মুছি শামলে
আর হাতি বৃষ্টি থামলে, থামলে, থামলে
ময়লা জামা গায়ে, কাদা উঠছে পায়ে পায়ে
পায়ে পায়ে, পায়ে পায়ে [x২]
কার মতো কে হয়
বলো কার মতো কে হয়
থেমে যাওয়া ঘুমে মেশিন আমার
আর কাজ করছেনা
জেগে থাকা এক পোশাকের রাত
কোথাও আর যাচ্ছে না আ
বাসন মাজার শব্দ
করছে তোমায় জব্দ, জব্দ, জব্দ
নাম নিয়েছো ছোঁড়া
তাই কলমে আবদ্ধ, আবদ্ধ, আবদ্ধ [x২]
কার মতো কে হয়
বলো কার মতো কে হয়
থেমে যাওয়া ঘুমে মেশিন আমার
আর কাজ করছেনা
জেগে থাকা এক পোশাকের রাত
কোথাও আর যাচ্ছে না
আগুনের ফুলকি ছোঁয়া যায়
নিভে যেনো নিভছে না
বেজে উঠা দমকলে তোমার
লাল গাড়ি আসছে না আ