চলনা সুজন মিলে দুজন নীল ওই আকাশে ভাসি
মন আকাশে বৃষ্টি আসে
রৌদ্র মেঘের জুটি
আজ নতুন আলোয় অন্ধকার কালোর ক্ষণস্থিতি
ঝড়ের বেশে এলো কেশে
কাজল সে চোখ দুটি
দিলো কঠিন কথার বিষন্নতার ছুটি
তার সাথে খেলনা পাতে
অঝোটা হাসাহাসি
হাজার বারণ আরো করোন
তবু সে ডরেই আসি
চলনা সুজন মিলে দুজন
নীল ওই আকাশে ভাসি
দেখুক লোকে এ দু-চোখে
তোর ওই দু-চোখের হাসি
চলনা সুজন হারাই দুজন
বিনা দোষেই হোক ফাঁসি
দেখুক লোকে অবাক চোখে
কতটা ভালোবাসি
ছোরা-বালির পিছু টানে
বুঝিনা এই ভাসার মানে
অসন্তোষ মন কি উচ্ছাস খোদা জানে
ঘরের কাজে সকাল সাজে
জিওমিতির ভাজে ভাজে
কিসের ছায়ায় এ কোন মায়া বুঝিনা যে
ধীরে ধীরে চেনা ভিড়ে
অচেনা বারাবাড়ি
অবুঝ মন কি জ্বালাতন
এ কেমন আহাজারি
চলনা সুজন মিলে দুজন
আর এক টুকু ভুল করি
দেখুক লোকে এ দু-চোখে
ছায়া যে শুধু তোরি
চলনা সুজন মিলে দুজন
অচেনা শহর গড়ি
সে শহরে আপন করে
বৃষ্টি ফোঁটা হয়ে ঝড়ি
বাদাম খোসায় ভালোবাসায়
নয়ন আলোয় কাছে আসে
স্মৃতির খাতায় চোখের পাতায়
কিসের ফাঁকি
আপন কথার গোপন বেথায়
বন্দী খাঁচার বিষন্নতায়
কিসের জ্বালা বিষের মালা
বোঝানো কি
গোপনে করে আপন তোরে
বুকের পাঁজরে রাখি
ঘুমের বরষে দিয়ে আরি
হৃদয় বারিতে থাকি
চলনা সুজন করি কুজন
সুখ-পাখি হয়ে ডাকি
দেখুক লোকে কেমন তোকে
প্রেমে জড়িয়ে রাখি
চল না সুজন পালাই দুজন
ওদের-কে দিয়ে ফাঁকি
কোন সমান্তরাল পথের বাঁকে
বাসা বানিয়ে থাকি