কেমন বর যে চাইছো
তোমার গল্প বলতে গিয়ে
তোমায় অল্প মাপছি
তোমার যুদ্ধ লড়তে গিয়ে
যুদ্ধ ক্ষেত্র বাঁধছি
তোমার বন্ধ দরজা
আর তোমার বন্ধ জানলা
তুমি কেনো এতো গম্ভীর
কাল সঙ্গী দিচ্ছো পাল্লা
তোমার.. কিসের এতো বক্তব্যের থেলায়
ঝামেলায় জড়িয়ে পিচ্ছিয়ে
তোমার এই অবস্থা
কেমন বর যে চাইছো ?
কেমন বর যে চাইছো ?
কেমন বর যে চাইছো বলো.. [x২]
এই গলি ও গলি ঘুরছো
এই বেটা কেমন জানতে
এই বেটা এমন নারকেল
খুব শক্ত লাগছে ভাঙতে
ছিঁচো দুটোকে রাখতে
চাইছো গলায় মালা
দুটোই আজব চিরিয়া
ফেলে রেখে সব পালা
সব পালা… সব পালা..
তোমার.. কিসের এতো বক্তব্যের থেলায়
ঝামেলায় জড়িয়ে পিচ্ছিয়ে
তোমার এই অবস্থা
কেমন বর যে চাইছো ?
কেমন বর যে চাইছো ?
কেমন বর যে চাইছো বলো.. [x২]
তাকে যে ভাবছো পারফেক্ট
তাকে যে ভাবছো ফেলনা
আকাশে হাত-পা ছুঁড়ছো
চাচ্ছো নতুন খেলনা
সমস্যা-তাই অদ্ভুত
তাই সলিউশন-টা বিটকেল
এমন গল্প ফাঁদছো
সবাই যাচ্ছে চিটকে
যায় চিটকে… যায় চিটকে..
তোমার গল্প বলতে গিয়ে
তোমায় অল্প মাপছি
তোমার যুদ্ধ লড়তে গিয়ে
যুদ্ধ ক্ষেত্র বাঁধছি
তোমার বন্ধ দরজা
আর তোমার বন্ধ জানলা
তুমি কেনো এতো গম্ভীর
কাল সঙ্গী দিচ্ছো পাল্লা
তোমার.. কিসের এতো বক্তব্যের থেলায়
ঝামেলায় জড়িয়ে পিচ্ছিয়ে
তোমার এই অবস্থা
কেমন বর যে চাইছো ?
কেমন বর যে চাইছো ?
কেমন বর যে চাইছো বলো.. [x২]