কাছে দূরে আরো গভীরে
কাছে দূরে আরো গভীরে
আমি শুধু তোকে ডাকি আয় না
মনের ইচ্ছে যত বার বার
করে শুধু তরি বাহানা
তোকে ছাড়া মন যে কিছুই চায় না
তোকে ছাড়া মন যে কিছুই চায় না [x২]
কাছে দূরে আরো গভীরে
আমি শুধু তোকে ডাকি আয় না
বৃষ্টি ভেজায় যদি তোকে
ভেবেনিস আমি ছুঁয়েছি
যদি রোদ নামে শরীরে
বুঝেনিস তোকে চেয়েছি [x২]
সেই কথা চুপ কথা
যা মুখে বলা তো যায় না..
তোকে ছাড়া মন যে কিছুই চায় না
তোকে ছাড়া মন যে কিছুই চায় না [x২]
হাওয়ায় যে স্বপ্ন ভাসিয়ে
নামলো যে তোর ঐ দু-চোখে
ভুলেছি আজ তো নিজেকে
চেয়েছি যে ভাবে তোকে [x২]
জুড়ে আছিস অনুভবে
তুই যে মনেরি আয়না..
তোকে ছাড়া মন যে কিছুই চায় না
তোকে ছাড়া মন যে কিছুই চায় না [x২]
কাছে দূরে আরো গভীরে
আমি শুধু তোকে ডাকি আয় না…