কত কি থাকলো বাকি চলে গেলি দিয়ে ফাকি – Timir Biswas
কত কি থাকলো বাকি
চলে গেলি দিয়ে ফাকি
কি ভাবে যে কাটবে দিন
তুই ছাড়া দিন অন্তহীন (x2)
কোন অদূরে হারিয়ে গেলি
তুই চিলি বলে ছিলাম
সব বাধা ভুলে গিয়ে
আমি জানি অভিমানি
ছেড়ে গেলি কি কারণে
আজ থেমে গেলো স্বপ্নেরা
কতো কি ছিলো বাকি
চলে গেলি দিয়ে ফাকি
এই সকাল তুই ছাড়া
নিস্তব্ধতায় আজ ভরা
আজ ফুরিয়ে গেলো গোলপেরা
তুই চিলি বলে ছিলাম
সব বাধা ভুলে গিয়ে
আমি জানি অভিমানি
ছেড়ে গেলি কি কারণে
আজ থেমে গেলো স্বপ্নেরা