কতল এ জুলফিকার – Timir Biswas
জমেছে গভীরে যত
সবই সময়ের ক্ষত..
লালচে সকাল আসে
সবাই যে আহত..
ভাঙে ঘর.. ঈশ্বর..
ফাঁকা চোখে চেয়ে থাকে
ধূসর পিছু ডাকে..
কঠিন অসুখ কঠিন সময়
অজানা কালো ভয়ে.. (x2)
জমেছে গভীরে যত
সবই সময়ের ক্ষত..
থেমে গেছে সব যেন
অচেনা হাওয়ার কোনো গতি নেই
রক্তের ফোঁটা গুলো জড়ো হয়ে থাকে
পরিণতি নেই.. (x2)
ধারালো নখের আঁচড়ের দাগ
পুড়ে গেছে সব
এসে দেখি এই মোহনায়, মোহনায়
কঠিন অসুখ কঠিন সময়
অজানা কালো ভয়ে.. (x2)
খিড়কি আড়াল থেকে চোখগুলো
সরে যায় তাকালে..
আমার ভিতরে কেউ শুয়েছিলো
তুমি এসে জাগালে.. (x2)
ঘুমিয়ে কি আর ব্যথা ভোলা যায়
জেগে থাকি তাই দেখা হোক
শেষ সীমানায়, সীমানায়..
জমেছে গভীরে যত
সবই সময়ের ক্ষত..
লালচে সকাল আসে
সবাই যে আহত..
ভাঙে ঘর.. ঈশ্বর..
ফাঁকা চোখে চেয়ে থাকে
ধূসর পিছু ডাকে..
কঠিন অসুখ কঠিন সময়
অজানা কালো ভয়ে.. (x4)