ও আমার ও আমার – Prithibi Band
তুই রাতের আকাশের কোনো এক তারা
তোর চোখের কালোতে আমি দিশেহারা।
তোর হাসি, তোর কান্না, এ বুকে জমা রেখে
কোথায় হারিয়ে গেলি?
আছিস কি তুই সুখে?
চল আবার তোকে ভালোবাসি
তোর ঠোঁটের কোণে একটু হাসি,
কতদিন দেখিনি দু’চোখ ভরে..
বল না তুই আমায় যা খুশি
তবুও তোকে আরও বেশি,
পেতে চাই, হারাই, দুচোখ ভরে..
ও আমার, ও আমার..
ও আমার, ও আমার..
তুই না বলে এভাবে কোথায় চলে গেলি
তোর জন্য কবর, আর আমার চোরা গলি
তোর হাসি ছিলো আমার জন্য ছিলো অভিমান
আজ কোথাও নেই কিছু, শুধু আছে এই গান..
কতো পথ ছিলো হাঁটা বাঁকি
এভাবে কেন দিলি ফাঁকি,
পেতে চাই, শুধু তোর উষ্ণতাই, ছুঁয়ে দে..
বল না তুই আমায় যা খুশি
তবুও তোকে আরও বেশি,
পেতে চাই, তবু হারাই, তোর ঠিকানা..
ও আমার, ও আমার..
ও আমার, ও আমার..