এসো দিনগুলোকে বানাতে রঙীন – Arijit Dev
আমাকে যদি চিনে থাকো
তাহলে আমায় সঙ্গে রাখো
তোমার রাজ্যের যাতায়াত যে
কিংবা লুকানো খাতা-তে
হয়ে আছি রাজি,
হয়ে আছি একা
চলে যাই চাঁদের পেলে দেখা (x২)
এসো দিনগুলোকে বানাতে রঙীন
আমি সেই খুশিতে থাকব সারাদিন (x২)
কিছু ঘোড়া ফেরা,
কিছু ওঠা বসা
যদি হয় একি সাথে মন্ডো তাতে কি
কিছু মেলা মেশা,
কিছু জানা শোনা
তোর সাথে হবে বলে ফন্দি এটেছি
হয়ে আছি রাজি,
হয়ে আছি একা
চলে যাই চাঁদের পেলে দেখা (x২)
এসো দিনগুলোকে বানাতে রঙীন
আমি সেই খুশিতে থাকব সারাদিন (x২)
রোজ
বলে যাবো
কোন রূপকথা
বসে বসে শুনবে তুমি
গালে হাত দিয়ে
দেখা-দেখি হলে
গলে গলে যাবো
ধীরে ধীরে লজ্জা গুলো ফেলব ভেঙিয়ে
হয়ে আছি রাজি,
হয়ে আছি একা
চলে যাই চাঁদের পেলে দেখা (x২)
এসো দিনগুলোকে বানাতে রঙীন
আমি সেই খুশিতে থাকব সারাদিন (x২)