এসো আমার নদীর তীরে
তোমার সঙ্গে আমি
আমার রঙ মেলাবো
হাজার দিন সাজাবো, যদি সারা দাও
তোমায় সঙ্গে নিয়ে
চলো ঘুরতে যাবো
হাওয়ায় উড়ে যাবো, যদি তুমি চাও
দিয়েছি বলে তোমাকে
আছে চোখে চোখে কি
তবু তোমার থোতেরা কেনো
কথা শুনে নি…
এসো আমার নদীর তীরে
এসে কূল-কিনারা পাও
আমাকে যদি ভালো লাগে
তবে ভালোবেসে যাও
এসো আমার নদীর তীরে
এসে কূল কিনারা পাও
ছিলাম লুকিয়ে নিজেই নিজেকে
তোমাকে চিনতে না দিয়ে
কেনো তুমিও বার বার আসো
এভাবে জানতে না দিয়ে হো…
এসো আমার নদীর তীরে
এসে কূল-কিনারা পাও
আমাকে যদি ভালো লাগে
তবে ভালোবেসে যাও
এসো আমার নদীর তীরে
এসে কূল কিনারা পাও
হুঁ.. দিনগুলো হাসে
আমার আকাশে
যখনই তুমি ধরা দাও
কেনো সারাবেলা
চলেছি আমি
যেদিকে তুমি চলে যাও
এসো আমার নদীর তীরে
এসে কূল-কিনারা পাও
আমাকে যদি ভালো লাগে
তবে ভালোবেসে যাও
এসো আমার নদীর তীরে
এসে কূল কিনারা পাও…
শিল্পীঃ শান ও অন্তরা মিত্র