এসে গেছি কাছাকাছি আরও কাছে টেনে নাও
এসে গেছি কাছাকাছি
আরও কাছে টেনে নাও
আজ তুমি ঢালো আরও আলো
আর কিছু না জানতে চাও
আমায় সাজাও…
তুমি বন্ধ দু-চোখে আমায় জড়াও
তুমি হাত বাড়ালে বন্ধু হয়ে যাও
মেঘ রোদের কানামাছি
সেই নিয়েই বেঁচে আছি…
চিন্তা কোরো না কোনো
থাকব সবসময় আমি কাছাকাছি
নৌকার মতো হালকা
এক দারুণ চাঁদ মালা
সাজিয়ে দেব গুছিয়ে দেব
রাঙিয়ে দেব আমি
তোমার বাড়ি…
তুমি বন্ধ দু-চোখে আমায় জড়াও
তুমি হাত বাড়ালে বন্ধু হয়ে যাও
কন্ঠশিল্পীঃ অরিজিত সিং, অদীতি পাল ও অন্তরা মিত্র