এলেমেলো ওগোছালো আমি তোমার কারণে

এলেমেলো ওগোছালো
আমি তোমার কারণে
ছুঁটে আসি মুখে হাসি
তোমার শত বারনে [x২]
মন খোঁজে বারেবারে তোমাকে প্রিয়
কিছু আশা ভালোবাসা আমাকে দিও
কিছু আশা ভালোবাসা আমাকে দিও
এই হৃদয়ে ছুঁয়ে থাকে
শুধু তোমার ভাবনা
কথা দিলাম সাথী হলাম
কভু দূরে যাবো না [x২]
পথ চলার তুমি আমায়
একটু সাথে নিও
কিছু আশা ভালোবাসা আমাকে দিও
কিছু আশা ভালোবাসা আমাকে দিও

ও.. পৃথিবীতে শুধু আমি
করি তোমার সাধনা
ভালোবেসে কাছে এসে
আমায় প্রাণে বাঁধো না.. [x২]
অনুভবে ফুলে ফুলে
আমায় গেঁথে নিও
কিছু আশা ভালোবাসা আমাকে দিও
কিছু আশা ভালোবাসা আমাকে দিও

এলেমেলো ওগোচালো
আমি তোমার কারণে
ছুঁটে আসি মুখে হাসি
তোমার শত বারনে [x২]
মন খোঁজে বারেবারে তোমাকে প্রিয়
কিছু আশা ভালোবাসা আমাকে দিও
কিছু আশা ভালোবাসা আমাকে দিও

Share this

Releted Bangla Gaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *