এই শহর ভাঙা-ছোড়া গলি – Neel Dutt
এই শহর ভাঙা-ছোড়া গলি
রাস্তা-ঘাট
নিয়ে হাজার ঝঞ্ঝাট
জম-জম হাট
নিয়ে হাজার দুঃখ বুকে
আমাকে রোজ বাঁচতে শেখায়
এই শহর এখনো যে কাদের
এই শহর হাসে তাই
এখানে কেউ ঘর বাঁধে
এই শহর ভালোবাসে তাই
এই শহর আমার এই শহর
বড় সেকেলে
তবু নোতুন করে হঠাৎ
কোনো বিকেলে
আমি খুঁজে পাই এখানে
আমার আসল পরিচয়
এই শহর এখনো যে কাদের
এই শহর হাসে তাই
এখানে কেউ ঘর বাঁধে
এই শহর ভালোবাসে তাই
রোজ তার চা-পোশা জীবন
আন-চান করে এই মন
হঠাৎ তোমার দুটি হাত
আমি খুঁজে পাই
শিরায় শিরায় শরীরে
অশান্তি জবতীয় ছিল
ভুলে গিয়ে তোমার দিকে
দু-হাত বাড়াই..
চেনা-অচেনা মিলে মিশে
থট দুটি এক হয়ে যায়
এই শহর এখনো যে কাদের
এই শহর হাসে তাই
এখানে কেউ ঘর বাঁধে
এই শহর ভালোবাসে তাই
এই শহর ভাঙা-ছোড়া গলি
রাস্তা-ঘাট
নিয়ে হাজার ঝঞ্ঝাট
জম-জম হাট
নিয়ে হাজার দুঃখ বুকে
আমাকে রোজ বাঁচতে শেখায়
এই শহর এখনো যে কাদের
এই শহর হাসে তাই
এখানে কেউ ঘর বাঁধে
এই শহর ভালোবাসে তাই (x২)