এই মানুষগুলো সব আকাশ ছুঁলো – Bodhadityo Banerjee
এই মানুষগুলো সব আকাশ ছুঁলো
ক্লান্ত পাহাড় আহা এই চাঁদ উঠলো
আর সারাদিন পরে সন্ধ্যে নামে পাড়ায়
পোশাক খুলে বিশন্ন মেয়ে
মুগ্ধ চোখে তার দিকে চেয়ে
সারাটা পাড়া অন্ধকারে ডুবে যায়
ঝোলসে উঠে ওয়ান শুটার
চেনা হাওয়া দিলো ডুব-সাঁতার
দুইটা খুচরো নাশ
কিছু শুকনো গাঁশ
শুধু বারো মাস জ্বলে যায়
শহরের তোরে শোহাগ ঝরে
কেউ ফেলছে ছাপ ভাঙা পাজরে
চিলতে ঘরে চাঁদ উঁকি দিয়ে যায়
ছড়া গলি পথ শরীরের আওয়াজ
বোতল খোলে কোনো স্বপ্ন-বাজ
নেশার ঘরে জনপথ বদলায়
অন্ধকারে জাগে একলা ছাদ
কর্ণিশ ঘিরে মৃত্যু-ফাঁদ
করো জন্মদিন কেউ খুব রঙিন
কোনো উদাসীন ভেবে যায়
জানা-জানি হতে কেউ বিষ খেলো
খোকা ঘুমালে পাড়া জুরলো
আর বর্গী এসে দেশে লুট-পাট করে রুজ
জীবনের যা কিছু ছিল সিন্ধুকে
ঘুম আসতে বুঝলো চোখ খুব সুখে
আর কেউ জানে না সেই গুপ্ত ধনের খোঁজ