এই বুকের আগুনে রেখে হাত
দু হাত বাড়িয়ে তোকে ছুঁয়ে
মেলেছি দানা আজি তোকে নিয়ে [x২]
নিয়ে মোহনা চেনা ঠিকানা
সব সীমা ছাড়িয়ে…
এই বুকের আগুনে রেখে হাত..
জাগে প্রেম জাগে মন সারারাত.. [x২]
আজ ইচ্ছের দিশেহারা
ছড়া প্রেম যেনো ক্লান্তি-হীন [x২]
হম.. আজ ঝড় তোলে মন উল্লাসে অন্তহেন..
আজ ঝড় তোলে মন উল্লাসে অন্তহেন..
এই বুকের আগুনে রেখে হাত..
জাগে প্রেম জাগে মন সারারাত.. [x২]