উৎসবে উল্লাসে মন ছুঁয়ে থাক
উৎসবে উল্লাসে মন ছুঁয়ে থাক
মুঠোয় জীবন পেয়ে যাক ভেসে যাক
মেলুক দু দানা…
শুধু থাক রূপসী
সেটে থাক রূপসী সারাদিন সারারাত
ভাবনার সুরজি মুখ
রূপসী তোমায় বিশ্ব-সুখ
স্বপ্ন আর আলোরণ
রূপসী তোমারি আগমন
বদলে যাবে বাঁচার স্বভাব
পাল্টে যাবে মন খুশির
বিশ্বাসে দিক উড়ান এলে
উর্ধে থাক রূপসী