ইচ্ছেগুলো এদিক ওদিক
ইচ্ছেগুলো এদিক ওদিক
টুকরো টুকরো ছড়িয়ে ছিল
এক নিমিষে হাওয়ায় হাওয়ায়
উড়িয়ে দিলো কে, না না না..
আকাশ কুসুম খুঁজছিল দেশ
ঘুম ভাঙা চোখ ঝাপসা আলোয়
কথার চেয়ে অনেক গোপন
কথা সমুদ্রে…
এই তো আমার ছন্ন ছাড়া
স্বপ্নগুলো সময় হারা
বলতে কি চায় রাত তবু আসছে না
জমছে আকাশ মেঘের বাড়ি
যাচ্ছে কথার নজরদারি
ইচ্ছেগুলো কিন্তু কোথাও যাচ্ছে না
ইচ্ছে কথায় ঘুম ভাঙাতে
এলাম যখন নিজেই নিজে
নাচরবন্ধা নদীর জলে
চিনতে গেলাম ঢেউ, না না…আ..
আঙকড়া সেই গাছের ছায়া
সেই যে কথা অন্ততহারা
শিরকোর থেকে উপরে নিলো
সময় এসে যেতে..
এই তো আমার সময়টা কে
ভাঙছি ছুঁড়ে পথের বাঁকে
ইচ্ছেগুলো গিলছে কিন্তু খাচ্ছে না..
যাচ্ছে আকাশ মেঘের বাড়ি
যাচ্ছে কথার নজরদারি
ইচ্ছেগুলো কিন্তু কোথাও যাচ্ছে না [x২]