আয় উজানে আয়
নাম ধরে ওই দেখছে দেখ
আর আমি কালের ভোর
সে তো চলতে রাজি রইছি সাথে তোর
একটু একটু সাহস চাই আর অল্প মনের জোর
তোর পৃথিবী রয়েছে হাতে তোর
হুঁ.. ইচ্ছে নামের রেলগাড়ি
আর স্বপ্ন নামের দেশ ডাকছে আয়ে..
এলো তোর পালা
চলা তুই পা চলা
দুরবিন পড়া তোকে ডাকছে আয়ে
তোকে ডাকছে আয়ে…
আয়ে উজানে আয়ে, আয়ে তুফানে আয়ে
আয়ে উড়ানের দিন দেখছে আয়ে..”