আমি রাজি – Arijit Singh
হাওয়া লাগে চোখে মুখে
ভালো লাগে কম বেশি
ঘুরিয়ে যাক অফিস কাজ
খালের পাশা পাশি [x২]
এই সময় একটু ভয়
মনের ভিতর কি সব হয়
কাঁপছে হাত, ডাকছে রাত
জীবন পাল্টে ফেলছে স্বাদ
হয়তো সেখানেই যেতে
আমি.. রাজি..
আমি.. রাজি..
গোঁথে বাঁধা কালো সাদা
মাটির কাছাকাছি
কুয়াশাতে ঢেকেছে মুখ
রোদের করসাজি
ফাকা বিকেল চারিদিকে
গানের পাল্টে যাচ্ছে স্কেল
কি ছুঁয়ে যায়, কে খালি পায়
ঘুরিয়ে পড়ছে সার গায়
হয়তো সেখানেই যেতে
আমি.. রাজি..
আমি.. রাজি..
এই পাহাড়ের গন্ধ শুশে ফেলে লা লা..
ছুটির মেজাজে স্বপ্নের কাছাকাছি এলে..
আমাদের চিৎকার আজ থামবে না..
থামবে না…আমি.. রাজি..
আমি.. রাজি..