আমি জানি সব
আমার শরীর জরে ত্রাসে
তোমার শান্তি ফেসে
কে জানুক, না জানুক
তোমার ভোরের বেলার ঘাসে
কে এসে বসল পাশে
কে জানুক.. না জানুক
আর আমার চাপা মিথ্যে,
তুমি আজো পারো জীইতে
কে জানুক.. বা না জানুক,
আমি জানি সব..
কিছু প্রশ্ন ছিল মনে
অতি নির্জনে গোপনে
কে জানুক, বা না জানুক
তোমার আবেগ ভেজা গন্ধে
ঘেষে মিশে রন্ধ্রে রন্ধ্রে
কে জানুক, বা না জানুক
যা গল্প আছে আরো
তুমি আমায় বলতে পারো
কে জানুক.. বা না জানুক,
আর আমি জানি সব..
তোমার ইচ্ছে অনুজাই
আমি যদি দেখতে চাই
অন্ধকারের বুকে
খুঁজে পাওয়ার সুখে
বসে পড়ে যাই.. [x2]
তবু গল্প হলেও সত্যি
সেটা মরণ না এক রত্তি
কে জানুক, না জানুক
আর আমার চাপা মিথ্যে,
তুমি আজো পারো জীইতে
কে জানুক, বা না জানুক
আর আমি জানি সব, আর আমি জানি সব [x4]