আমি গানওয়ালি গান শুনাতে এসেছি এবার – Shireen Jawad
আমি গানওয়ালি
গান শুনাতে এসেছি এবার
প্রেমের শহরে
ভালোবাসার জাদু আজ ছড়িয়ে দিবো
সুরে সুরে ..
হুঁ দিওয়ানা যত সব আশিক মজনু
আগে-পিছে ঘুরে পিছু ছাড়ে না রে
আমি গানওয়ালি, গানওয়ালি, গানওয়ালি রে
খুঁজে বেরাই প্রেম নগরে গানওয়ালা রে (x২)
চারিদিকে আজ মন-মাতোয়ারা
খুশিতে নাচে সবাই হয়ে দিশেহারা
চারিদিকে আজ মন-মাতোয়ারা
খুশিতে নাচে সবাই হয়ে দিশেহারা
হুঁ দিওয়ানা যত সব আশিক মজনু
আগে পিছে ঘুরে পিছু ছাড়ে না রে
আমি গানওয়ালি, গানওয়ালি, গানওয়ালি রে
খুঁজে বেরাই প্রেম নগরে গানওয়ালা রে (x২)
কান পেতে শুনে সবাই আমার গান
বাউলিয়ানা আমার হৃদয়ের টান
হুঁ দিওয়ানা যত সব আশিক মজনু
আগে পিছে ঘুরে পিছু ছাড়ে না রে
আমি গানওয়ালি, গানওয়ালি, গানওয়ালি রে
খুঁজে বেরাই প্রেম নগরে গানওয়ালা রে (x২)