আমি কলম্বাস – Mir
অন্য বেশে নতুন দেশে এসে
Problem হলে আমার কাছে eno
ক্লান্তো নাবিক ঘুরছি আমি এদিকে সেদিকে
আমি কলম্বাস আমাকে চেনো
চেনো, চেনো.. চেনো
বদ্দো বোরিং লাগছে আমার
কিছুই নেই আর খুঁজে পাওয়ার
এবার কিন্তু শহর ছেড়ে যাবো
নতুন দেশে দেবো পারি
জাহাজ আমার ঘর বাড়ি
এদিকে গেলে সমুদ্রটা কি পাবো
সাত সাগর আর তেরো নদী বেয়ে
কম্পাসের কাঁটার ডাকেই মেনো
ক্লান্তো নাবিক ঘুরছি আমি এদিকে সেদিকে
আমি কলম্বাস আমাকে চেনো
চেনো, চেনো, চেনো
চেনো, চেনো.. চেনো