আমার মৃত্যুতে পুরোনো পায়জামায়
আমার মৃত্যুতে পুরোনো পায়জামায়
অলৌকিক কোনো শোকের দাগ
আমার মৃত্যুতে কাদের জানিনা আহা
বেথায় ভরি হল চারটি কাঁধ
আমার মৃত্যুতে পুলিশি জটায়াত
শোক না জুরোতেই তদন্তের
আমার মৃত্যুতে কাঁচের যন্ত্রণা
শোকেশ ভেঙে এসে ব্রিন্দোগান..
সাইকেল শুধু বাসে
উঠতে চায় এক উন্মাদ [x২]
মেন্টাল অ্যাসাইলামের খোলা জানালায়
এসে পড়ে বিকেলের রোদ.. [x২]
তুমি যা দিতে পারো, নেব না তা
এ আমার ভোট নস্টের স্বাধীনতা
রেখে দে এন্থো রুটি
দেখে দে দু-কান
কামড়াব না যে যতই কালো..ওও..
ফুপি-কান্না পেয়ে রোদে লাগে আগুন
নয় সময়ের অপচয়
ধর একশো বড় কোন..
পিছু যায় আসে না তার
ওরাবি কোকিল কোনো আত্মীয়তা
আমার মৃত্যুতে পুরোনো পায়জামায়..