আজ কোথাও উদাও হবো আমি
লকআপে আটকা ক্লেশে জীবন
মুক্তি চায়..
চুপি চুপি অজানা রঙ রুটেতে
পা বাড়ায়.. (x2)
সে পথে নেই ডর কোষা-কোষি
পাপ পুণ্যের..
চাওয়া না পাওয়া গুলো
অনায়াসে ভোলার উপায়..
আজ কোথাও উদাও হবো আমি
পাবে না ট্রেস ফাইনালি ক্লোজড কেস
মুক্তি আশামি..
চোক কোষা এলিবাই তাকে তুলে রাখো
শেষ দোষা অজানাই থাক ভুলে থেকো (x2)
আমায়..
আজ কোথাও উদাও হবো আমি..
হাতে পায়ে শিকলের দাগ
ধুয়ে যাবে..
একা রানওয়ে টা খোয়া-দানা ফিরে পাবে
অস্তিত্বের অনু পরমাণুতে ঢুকে
শেষ বাজি তে বাঁচার মানে
জিতে নেবে..
আজ কোথাও উদাও হবো আমি
পাবে না ট্রেস ফাইনালি ক্লোজড কেস
মুক্তি আশামি..
যেমন শাস্তি যা ভেবেছিলে
দেবে আমায়
পাঠিয়ে দাও সি/ও শূন্য ঠিকানায়
চোক কোষা এলিবাই তাকে তুলে রাখো
শেষ দোষা অজানাই থাক ভুলে থেকো
আমায়..
আজ কোথাও উদাও হবো আমি
পাবে না ট্রেস ফাইনালি ক্লোজড কেস
মুক্তি আশামি..